মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ময়মনসিংহের সফল অভিযানে ৯০০ পিছ ইয়াবাসহ ০২ জন আসামী গ্রেফতার।
কোতোয়ালী মডেল থানাধীন সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ বড় বাজার, ময়মনসিংহ শাখা হতে কতিপয় ব্যক্তি ইয়াবার চালানের একটি পার্সেল উত্তোলন করতে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ০৫/১০/২০২৪ খ্রিঃ তারিখ উপপরিচালক জনাব মোঃ খোরশিদ আলম এর নেতৃত্বে একটি রেইডিং পার্টি উক্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সকাল ১০.৩০ ঘটিকায় উপস্থিত হয়ে পার্সেল উত্তোলনকারী ব্যাক্তিদের আটকের উদ্দেশ্যে ছদ্মবেশে অবস্থান নেয়। কতিপয় দুইজন ব্যাক্তি মোটরসাইকেলযোগে এসে উক্ত
কুরিয়ার সাভির্সের ২য় তলায় ই-কমার্স কাউন্টার নং-০৪ এর সামনে হতে সন্দেহজনক পার্সেলটি গ্রহণ করার পর সময় ১৮.৩০ ঘটিকায় তাদের কে ঘেরাও পূর্বক আটক করে ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে ব্যাক্তিদ্বয়কে তাদের নাম জিজ্ঞাসা করলে তারা জানায় একজন #মোঃ ফৈজিমাওলা ওরফে ফয়েজ(২৮), পিতা- মৃত শামছুল হক, মাতা- মরিয়ম বেগম, সাং- হালিউড়া
পশ্চিম, ডাকঘর- কিসমত বনগ্রাম, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ ও অপরজন #আশরাফুল আলম ওরফে রাকিব(৪১), পিতা- মৃত আফাজ উদ্দিন, মাতা- লুৎফা, সাং- উথুরী, ডাকঘর- উথুরী, থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহ। পরবর্তীতে পার্সেলের ভিতরে ইয়াবা ট্যাবলেট আছে কিনা জানতে চাইলে তারা ইয়াবা ট্যাবলেট আছে মর্মে স্বীকার করেন। অতঃপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশীর নিয়ম কানুন প্রতিপালন পূর্বক ০১ নং আসামী মোঃ ফৈজিমাওলা ওরফে ফয়েজ এর দেহ তল্লাশী করে তার ডান হাতে ধরা অবস্থায়
১. Netis নামীয় Router এর বক্সের ভিতর ০৪ টি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতর লালচে বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট প্রতি প্যাকেটে ২২৫(দুইশত পঁচিশ)পিস করে মোট(২২৫×৪) =৯০০ (নয়শত) পিস, ওজন ৯০ (নব্বই) গ্রাম
২. একই বক্সের ভিতর সাদা রংয়ের Netis নামীয় Router ০১ টি। ৩. তার পরিহিত প্যান্টের বাম পকেট হতে oppo A78 নামীয় Android মোবাইল সেট ০১ টি যার মডেল নং-CPH2565
৪. Samsung নামীয় বাটন মোবাইল সেট ০১ টি, যার মডেল নং- SM B310E
৫. ডান পকেট হতে মোটরসাইকেলের রিমোর্ট ০১ টি ও মাদক বিক্রিত বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা নগদ ২০,১০০/- (বিশ হাজার একশত) টাকা
৬. উক্ত কুরিয়ার সার্ভিসের সামনে হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো- ল-৩১-৫১৩২ নম্বর বিশিষ্ট ১৫০ সিসি Suzuki GSXS নামীয় হলুদ রংয়ের মোটরসাইকেল ০১ টি, যার ইঞ্জিন নং - CGA2-1D609069 এবং চেসিস নং-MH8DL22ANKJ900946 উদ্ধার ও জব্দ করা হয়।
আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ একে অপরের সাহায্য সহযোগিতায় ইয়াবার ব্যবসা করে আসছে। তারা ইতোপূর্বে একাধিকবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ট্যাবলেটের চালান এনে বিক্রি করেছে।
পরবর্তীতে উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।
উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম আরো জানায় মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান চলমান ও জেলার প্রতিটি কুরিয়ার সার্ভিস নজরদারির মধ্যে আছে যাতে করে কোন মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ ও মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস