গত ১৯/০৮/২০২২ খ্রিঃ তারিখ মধ্যরাত হতে ২০/০৮/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহ এর উপপরিচালক জনাব মোহাম্মদ খোরশিদ আলম এর নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে ময়মনসিংহ ও শেরপুর জেলায় অভিযান পরিচালনা করে ১ (এক) কেজি ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন, ০১ (এক) টি প্রাইভেট কার, ৫ (পাঁচ) টি মোবাইল সেট , হেরোইন পরিমাপের যন্ত্র ও নগদ অর্থ =২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকাসহ শীর্ষ ৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন (১) মোঃ মেহেদী হাসান (৩১), পিতাঃ মোঃ ইউনুস আলী, মাতা-রাজিয়া সুলতানা, স্থায়ী সাং-বাতেন খাঁ মোড়, হাল সাং-বারঘরিয়া তহসিলপাড়া, এনআইডি নং-৫০৫৫৮৩৯৯৩৯, থানা ও জেলা-চাপাইনবাবগঞ্জ, (২) মোঃ নাছিরুল ইসলাম (৩২), পিতাঃ মোঃ সিরাজুল ইসলাম, মাতাঃ মোছাঃ নাদিরা বেগম, সাং-রামকৃষ্টপুর মাঝপাড়া, থানা ও জেলা-চাপাইনবাবগঞ্জ, (৩) মোছাঃ রোমা (৪২), স্বামীঃ আঃ মান্নান, পিতাঃ মৃত হায়দর আলী, মাতাঃ মৃত লাইলি বেগম, স্থায়ী সাং-কসবা বারাকপাড়া, হাল সাং-মধ্যশেরী উত্তর শিংপাড়া, থানা ও জেলা-শেরপুর, এনআইডি নং-৩৭০৪১৪৪৫১২, (৪) মোছাঃ রুবিনা (৪৪), স্বামীঃ মৃত ইউনুস আলী, পিতাঃ মৃত হায়দর আলী, মাতাঃ মৃত লাইলি বেগম, স্থায়ী সাং-কসবা বারাকপাড়া, থানা ও জেলা-শেরপুর, হাল সাং-মধ্যশেরী উত্তর শিংপাড়া, থানা ও জেলা-শেরপুর, এনআইডি নং-৩২৫৩৭৩৯১০০।
আসামীদের বিরুদ্ধে খ সার্কেলের পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন । উল্লেখ্য আসামীদের মধ্যে (১) মোঃ মেহেদী হাসান (৩১) ও (২) মোঃ নাছিরুল ইসলাম (৩২) বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন ।
ভিডিও লিংক //www.youtube.com/watch?v=th4_V2sx9HU
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস